About

জীবনকে গড়তে যা যা প্রয়োজন তাই হবে জানা বোঝা ডট কম এর ক্ষুদ্র আয়োজন। যেভাবে অল্প অল্প করে জীবনের গল্প চলতে থাকে, ঠিক একই ভাবে চলার বাসনা জানাবোঝা পরিবারের।

 

আমরা প্রতিদিন, প্রতিনিয়ত বিভিন্ন তথ্য জানি, শুনি, দেখি, পড়ি। কিন্তু সব তথ্য কি আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে? না, পারে না। কারন আমরা তথ্যকে পড়ি,শুনি, দেখি, জানি কিন্তু প্রকৃতপক্ষে বুঝি না৷ যদি কেউ প্রকৃতপক্ষে বুঝতে পারি তাহলে ভুল কাজটি আর হওয়ারই কথা না। আর তথ্য যে আমাদের জীবনে কতটুকু গুরুত্ববহন করে তা নতুন করে বলার দরকার পরে না। আমাদের হাসি,কান্না, সুস্থতা, সুবিধা, অসুবিধা জীবনের সাথে সম্পৃক্ত সকল কাজে তথ্য প্রভাব ফেলে। তাই আমরা মানুষকে জানা, শোনা, দেখার সাথে সাথে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার ইচ্ছা পোষণ করি। সেইসাথে বুঝে শুনে জীবন পরিচালনা করতে মানুষের সাথে থাকার প্রত্যয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ।

 

একজন মানুষের মৌলিক অধিকার ( খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা) গুলো পূরণ করা অবশ্যই প্রয়োজন। কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, কোন খাবারটা খাওয়া উচিৎ, কিভাবে সুখী হওয়া যায়, কিভাবে আয়- ব্যয় করতে হয়, কেন ধর্মীয় অনুশাসন মানা উচিৎ ইত্যাদি জীবন সংশ্লিষ্ট নানা প্রশ্নের সমাধানের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারি। আর এর জন্য প্রয়োজন সঠিক জ্ঞান। সেই জ্ঞানকে নিজেদের মধ্যে জাগ্রত করার যে প্রয়াস সেই প্রয়াসই বলে মানুষ মানুষের জন্য। তাই জানাবোঝার প্রচেষ্টা হবে- জ্ঞানের দ্বারা মানব মুক্তির দোয়ার খোলা।

মানুষ তার চাওয়াগুলো তখনই পূরণ করতে পারে যখন সে জানে তার চাওয়াগুলো কিভাবে পূরণ করতে হবে, আর সেই জন্য তাকে জানতে হবে কোন কাজটি কিভাবে করতে হবে। আর সফলতা তখনই আসবে।

 

আমাদের জানাবোঝার অন্যতম উদ্দেশ্য- আমরা যারা এখন শিক্ষার্থী তারা যেন সঠিক শিক্ষার মাধ্যমে সঠিক ও সফল জীবন গড়তে পারি। কারণ আমরা সবাই জানি এই দুনিয়া ও পরকাল সফলদেরকেই গ্রহণ করে আর ব্যর্র্থদের করে বর্র্জন। তাই সফলতাই তো আমাদের একমাত্র কাম্য হওয়া উচিত। আর প্রকৃত সফলতা তখনি আসবে যখন পড়ারশোনার মাধ্যমে কেউ তার জ্ঞানকে শাণিত করবে এবং সেই জ্ঞানকে জেনেবুঝে প্রয়োগ করবে। জীবনের ছোট ছোট কাজগুলোই একটা সময় মহৎ জীবন তৈরী করে। আর সেই কাজগুলোকে সঠিকভাবে করার জন্য জানাবোঝার সদস্যরা নিজেরা পড়ে, জানে এবং বোঝার চেষ্টা করে। সেই চেষ্টার সফল রুপ দিতেই আমাদের জানাবোঝা ডট কম এর যাত্রা শুরু হয়েছিল। আমরা নিজেরা নিজেদের উন্নত ও সফল জীবন গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। আর সেই পথচলায় আমরা গুটি কয়জন কেন, আপনিও অংশগ্রহন করে চলুন একটা সুন্দর পৃথিবী সাজাই। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ