Janabujha.com কোন
ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয়, জাতি, ধর্ম, পেশা, ইচ্ছা-অনিচ্ছা, শখ, রাজনৈতীক ও সামাজিক
অবস্থা ইত্যাদি নিয়ে উদ্দশ্যেপ্রণোদিত ভাবে কথা, আলোচনা- সমালোচনা করে না। তবে কথা
থাকে যে ,যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী সমাজ বা রাষ্ট্রের জন্য হুমকি, সমালোচনার উপযুক্ত,
সম্মানের কারণ, ক্ষতির কারণ, মোট কথা ইতিবাচক বা নেতিবাচক ভাবে আলোচনার উপযুক্ত তাহলে
তাকে বা তাদের নিয়ে আমরা আমাদের লেখনীর মধ্য দিয়ে আলোচনা বা সমালোচনা করবো।
আমরা কারও লিঙ্গ
পরিচয়, সামাজিক অবস্থা, আর্থিক সক্ষমতা, পেশা ইত্যাদি বিষয়ে কাওকে হেয়-প্রতিপন্ন, ছোট
করা, গুজব ছড়ানো, মিথ্যা অপবাদ, ঘৃণা,বিদ্বেষ ছড়ানো ইত্যাদি থেকে পুরোপুরি বিরত আছি
এবং থাকবো।
আমরা আমাদের সাথে
সম্পৃক্ত যে কারও ব্যক্তিগত তথ্য পুরোপুরি গোপন রাখী। সেইসাথে কওকে প্রলোভন দেখানো,
মিথ্যা বলে উদ্দেশ্য হাসিল করা, কাওকে ঠকানো, কাওকে মিথ্যা আশ্বাস দেয়া, আর্থিক লেনদেন
ইত্যাদি থেকে পুরোপুরি বিরত থাকি।
নিজের বা অন্যের
ক্ষতি হতে পারে এমন কোন কাজ আমরা করি না। সেই সাথে যৌনউদ্দীপনা দেয় এমন ছবি, ভিডিও,
লিখা আমরা প্রচার করি না। সহিংসতা ছড়াতে পারে, কারও মনে সন্দেহ জাগাতে পারে, দ্বন্দ্ব
তৈরী করতে পারে, অপবাদ প্রচার হতে পারে, চুরি-ডাকাতি হতে পারে, সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে ইত্যাদি বিষয়, ঘটনা,
সংশ্লিষ্ট ব্যক্তি, লিখা প্রচার থেকে আমরা পুরোপুরি বিরত থাকি এবং ভবিষ্যৎ এও থাকব
ইনশাআল্লাহ। আর আমাদের মধ্যে কেউ যদি আপত্তিকর,অন্যায়, অপরাধমূলক কাজের সাথে জড়িত হয়
তাকে আমরা বয়কট করি এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। সর্বোপরি নিরাপদ,
সুন্দর, সুখের জীবনের প্রত্যাশায় আমরা সবসময় ভাল, মঙ্গলজনক, কল্যাণকামী, মেধাবী, জ্ঞানপীপাসুদের
সাথে আছি এবং নিজেরাও তাই চাই।
0 মন্তব্যসমূহ